- المجال: Health care
- Number of terms: 8622
- Number of blossaries: 1
- Company Profile:
প্রসবকালীন অবস্থার প্রথম স্তর, এই সময় জরায়ু মুখ তিন থেকে সাত সেন্টিমিটার প্রসারিত হয়৷ প্রসবকালের ব্যাপ্তি স্থায়ী থাকে, গড়ে দুই থেকে চার ঘন্টা৷ সক্রিয় প্রসবকালীন অবস্থোয় সংকোচন জোরালো,(প্রতি 40-60সেকেন্ড)স্থায়ী থাকে, এবং (তিন থেকে চার মিনিট ব্যাবধানে)ঘটে৷
Industry:Parenting
এক ধরনের সম্পূরক এবং বিকল্প চিকিত্সা পদ্ধতি, যেটার উত্পত্তি হয়েছিল প্রাচীন চৈনিক-চিকিত্সা পদ্ধতি থেকে৷ এই পদ্ধতিতে হাতের আহুল-এর সাহায্যে চাপ সৃষ্টি করে রোগীকে আরোগ্য করা হয এবং ব্যাথা এবং যন্ত্রণার লাঘব করা হয়; আকুপ্রেসার-এর সাহায্যে গর্ভাবস্থার প্রথমদিকে প্রাতঃকালীন বিবমিষা, প্শেষের দিকে প্রসব বেদনা, এবং পশ্চাত্ভাগে ব্যাথার উপশম করা যেতে পারে৷
Industry:Parenting
মানব শরীরে ছাতির নিচের অংশে আছে পাকস্থলি, অন্ত্রদ্বয়,লিভার, এবং অব্যান্য অঙ্গ৷
তলপেটের সর্বনিম্নে জরায়ু ও শ্রোণী থাকে, যদিও গর্ভকালীন অবস্থায় প্রসারিত হওয়ার কারণে ইহা ছাতির দিকে ঠেলে ওঠে৷
Industry:Parenting
শিশু জন্মনেবার পূর্বে, যখন গর্ভফুল জরায়ুর দেওয়াল থেকে পৃথক হতে শুরু করে৷
এই ছিন্ন হওয়ার লক্ষণ হল, রক্তস্রাব এবং তলপেটে ব্যাথা হওয়া৷
Industry:Parenting
ভ্রূণ অথবা গর্ভস্থ সন্তান-এর প্রাণনাশ- হয আপনাথেকেই ঘটে(গর্ভপাত), অথবা গর্ভকাল 20 সপ্গাহ পূর্ণ হবার পূর্বে(যখন কোনো উদ্দেশ্যে গর্ভপাত করানো হয়)ঘটানো হয়৷
20 সপ্তাহ পরে, যদি মায়ের গর্ভে সন্তান-এর আপনাথেকেই প্রাণহানি ঘটে, তাহলে তাকে \"স্টিল বার্থ\" বলা হয়৷
Industry:Parenting
যখন ভ্যাকিউম নিশ্কাষক ব্যাবহার-এর দ্বারা প্রসব করানো হয়৷
Industry:Parenting
পূর্ণ গর্ভকালে যখন গর্ভস্থ ভ্রূণ-এর অবস্থান হয় বিপরীত, যেমন মাথা জরায়ুর দিকে না হয়ে পা নিচের দিকে থাকে৷
Industry:Parenting